MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New

News


Date: 2022-06-09

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির রির্সোস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


সেমিনারে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি রির্সোস বিষয়ক সেমিনার ভাইস চ্যান্সেলর অফিসের সেমিনার রুমে বুধবার, ০৮ জুন ২০২২ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ও কেএফআর লাইব্রেরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ. আল মামুন এবং জনাব ভিশাল গুপ্তা, সিনিয়র কাস্টমার কনসালটেন্ট সাউথ-এশিয়া, অ্যাকাডেমিক অ্যান্ড গভর্মেন্ট অ্যাকাউন্টস, এলসেভিয়ার। এ সময় বিভিন্ন বিভাগের প্রধানসহ বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি জুম প্লাটফর্মও অনুষ্ঠিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি রিসোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ড. মো. জিল্লুর রহমান। এছাড়াও শিক্ষকদের লাইব্রেরির রির্সোস ব্যবহারের কলা-কৌশলও তুলে ধরা হয়। জনাব ভিশাল গুপ্তা স্কপাসের ব্যবহার সম্পর্কে তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে মুক্ত প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান