Date: 2022-01-16
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট (এমআরটি) লাইন-৬ বিষয়ক সেমিনার রোববার, ১৬ জানুয়ারি ২০২২ইং অস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের চোকোসেম লাদম ও একই প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিরাট কান্থা|
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডাইরেক্টর প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, এমআরটি লাইন-৬-এ কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাবেক গ্রাজুয়েট এমআরটি লাইন-৬ এ সুনামের সহিত কাজ করছেন। সেমিনারে প্রযুক্তিগত অগ্রগতি, যোগাযোগের ক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা, উদ্ভূত সমস্যা সমাধানের বিষয়সমূহ আলোচিত হয়।