MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New
Academic Calendar - Spring 2024 (Revised) Undergraduate Admission Fall 2024 is going on Graduate Notification: Bachelor of Science in Civil Engineering, Fall 2023 Graduate Notification: Bachelor of Science in Industrial and Production Engineering, Fall 2023 Graduate Notification: Master of Science in Mathematics, Fall 2023 TENDER INVITATION Notification (Shab-e-Barat) Notification (Distressed Students' Welfare Fund) Tuition Award - HFTA (Revised) AUST held inauguration ceremony for its new bus service for students Graduate Notification: Bachelor of Science in Electrical and Electronic Engineering, Fall 2023 Tuition Award - FFTA & HFTA (Revised) Payment Notice for MBA/ EMBA Program Graduate Notification: Bachelor of Science in Mechanical Engineering, Fall 2023 এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস বিষয়ে সতর্কতা Graduate Notification: Bachelor of Science in Computer Science and Engineering, Fall 2023 Graduate Notification: Bachelor of Science in Civil Engineering, Fall 2023 Graduate Notification: Bachelor of Science in Textile Engineering, Spring 2023 Request for EOI for Fixed Asset Management Software (FAMS) Payment of Semester Fees, and Re-admission, Spring -2024 Notification (regarding refund of caution money) Graduate Notification: Bachelor of Science in Mechanical Engineering, Fall 2023 AUST PARTICIPATES IN THE LAUNCH OF DS2S NETWORK IN BANGALORE AUST Researchers Presented at ISF2024 in Kyoto, Japan

News


Date: 2021-11-21

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুর রহিম মোল্লার স্মরণে শোকসভা অনুষ্ঠিত


আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুর রহিম মোল্লার স্মরণে শোকসভা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রোববার, ২১ নভেম্বর ২০২১ইং। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

শোকসভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান,  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম.এম.আল মামুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা শোকসভায় অধ্যাপক রহিম মোল্লার জীবনী ও নানা কল্যাণমুলক দিক নিয়ে স্মৃতিচারণ করেন। সেই সাথে বক্তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে তাহার অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা আরও বলেন, তিনি শুধু আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য কাজ করেননি। তিনি সারা দেশের কল্যাণে কাজ করেছেন। তিনি ছিলেন একজন অমায়িক, ভদ্র ও সৎ মানুষ। তিনি জাতির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। সবাই তার আত্মার শান্তি কামনা করে বেহেস্ত কামনা করেন। 

আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও অফিস প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শোকসভা শেষে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক রহিম মোল্লা বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ রাজধানী ঢাকার একটি হাসপাতালে মুত্যুবরণ করেন।

অত্যন্ত মেধাবী ও সজ্জন এই শিক্ষক খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ছিলেন। অধ্যাপক মোল্লাহ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।