MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice

12th CONVOCATION

What's New

News


Date: 2021-03-08

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের উদ্বোধন 

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে রোববার, ০৭ মার্চ ২০২১ জুম অ্যাপসের মাধ্যমে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভাইস-চ্যান্সেলর ও উপদেষ্টা প্রফেসর ড. এম. এইচ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. কায়কোবাদ, প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস. এম. এ. আল মামুন, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. কাজী এ কল্পমা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, মেকানিক্যাল ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ এবং মেকানিক্যাল এন্ড প্রোডাকশন বিভাগের ছাত্র আবদুল কাদের জনি প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। 
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. এ. আল মামুন জানান যে বিশ্ববিদ্যালয়ের আগের ওয়েবসাইট ২০০৩ সালে উদ্বোধন করা হয়েছিল। বর্তমান ওয়েবসাইটটি উন্নততর করার কাজ ক্রমাগত চলতে থাকবে বলে ভাইস-চ্যান্সেলর মহোদয় সকলকে অবহিত করেন।