MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice

12th CONVOCATION

What's New

News


Date: 2021-03-02

খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শোক


প্রেস বিজ্ঞপ্তি

খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শোক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাবেক সদস্য খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ ফাজলী ইলাহী গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে। খোন্দকার ইব্রাহিম খালেদ ১৭ আগস্ট ২০১০ থেকে ২০ অক্টোবর ২০১৭ পর্যন্ত দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।

তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

৮০ বছর বয়সী ইব্রাহিম খালেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনাভাইরাস থেকে মুক্ত হলেও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। গত ২১ ফেব্রুয়ারি তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। ২৪ ফেব্রুয়ারি ২০২১ তিনি ইন্তেকাল করেন।

১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করা খোন্দকার ইব্রাহিম খালেদ পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভূগোলে স্নাতকোত্তর করার পর তিনি আইবিএ থেকে এমবিএ করেন। ১৯৬৩ সালে যোগ দেন ব্যাংকিং পেশায়।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।