Date: 2025-12-21
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ চিন্তাবিদ ও লেখক কাজী ফজলুর রহমান আর নেই। শনিবার (১৩-১২-২০২৫ইং) রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পারিবার গভীর ভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর নামানুসারে অত্র বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম কাজী ফজলুর রহমান লাইব্রেরি করা হয়।
কাজী ফজলুর রহমান ১৯৩২ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী পদমর্যাদর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্র পরিচালনায় তাঁর প্রজ্ঞা, নিরপেক্ষতা ও নৈতিক অবস্থান তাকে একজন বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তাঁর অবদান ছিল বহুমাত্রিক মানবিকতা, নৈতিকতা ও জনকল্যাণে আজীবন নিবেদিত এই গুণী মানুষের মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল।
কাজী ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব গভর্নমেন্ট হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে ও পড়াশোনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সক্রিয়ভাবে আহ্ছানিয়া মিশনের সঙ্গে জড়িত ছিলেন। দেশের শিক্ষাখাতে অবদানের জন্য তিনি ইউনিসেফ এবং তুর্কি সরকার কর্তৃত পুরষ্কৃত এবং ২০০৭ সালে খান বাহাদুর আহ্ছানউল্লাহ পদকপ্রাপ্ত হন।
মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করূণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পারিবার।