Date: 2025-09-20
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের এম এইচ খান অডিটরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক। মিলাদ ও দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা।
মিলাদ ও দোয়া মাহফিল অংশগ্রহণ করেন হযরত বেলাল (রা.) তাহফিযুল মাদরাসার ৩০ জন এতিম শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন।