MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice

12th CONVOCATION

What's New

News


Date: 2023-12-18

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রধান অতিথির বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা শাহ সাঈদ কামাল।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ সাঈদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

বীর মুক্তিযোদ্ধা শাহ সাঈদ কামাল প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। মুক্তিযুদ্ধে বিভিন্ন সময়েই যোদ্ধাদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বিশেষভাবে কয়েকটি ব্যাপারে উল্লেখ করেন। তিনি নতুন প্রজন্মকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি সম্মুখ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। সেই সাথে মুক্তিযুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, মহান বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা, লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বাধীনতা পরবর্তী সকলের দায়িত্ব সবাইকে জানতে হবে। মহান স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং স্বাধীনতার সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মকে বিজয় দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশ গঠনের জন্য প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. লাল মোহন বড়াল, শিক্ষার্থীদের মধ্যে কাশেমুন নাহার।

উপস্থিত শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, আর্কিটেকচার অ্যান্ড প্লানিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর মো. মাহমুদুর রহমান, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হামিদুর রহমান খান, আমন্ত্রিত অতিথিবৃন্দ,বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।