Date: 2023-11-04
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ছাত্র কল্যাণ অফিসের স্পোর্টস ক্লাবের উদ্যোগে অস্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ইং বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া খেলার মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। উল্লেখ্য, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ায় প্রায় ৪০ বিঘার নিজস্ব জমি রয়েছে। খেলায় সবুজ ও সাদা দল অংশগ্রহণ করে। সাদা দল রানার্সআপ ও সবুজ দল চ্যাম্পিয়ন হয় তিন-দুই গোলে। চ্যাম্পিয়ন ও সাদা দলের মধ্যে ট্রফি প্রদান করা হয় খেলা শেষে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, পিএনডির ডিরেক্টর প্রফেসর ড. ববি বড়ুয়া, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মো. আহসান হাবিব, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা।