MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice

12th CONVOCATION

What's New

News


Date: 2023-06-14

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে "সমৃদ্ধ সমাজ গঠনে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে যুব সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "সমৃদ্ধ সমাজ গঠনে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে যুব সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে সোমবার, ১২ জুন ২০২৩ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মেহ্জাবীন হক ও কেন্দ্রীয় মাদকাসক্তির নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট ডা. শোয়েবুর রেজা চেীধুরী। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দীন আহমেদ ও এসো নিজে করি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সাইকোথেরাপিস্ট সোনিয়া পারভীন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে জানতে হবে। মাদককে পরিহার করতে হবে, দেশ গঠনের জন্য মাদকের বিরুদ্ধে যুব সমাজকে কাজ করতে হবে, সাথে এর কুফল দেশ ও জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত না করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে  বর্তমান সরকার কাজ করছে। শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন হতে  হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরের ডিরেক্টর ইকবাল মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট এবং আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

এ সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো মিজানুর রহমান, সেন্টার ফর ইথিক্স এডুকেশনের নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরে প্রধান, অফিস প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।