Date: 2023-03-29
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন।
বক্তারা স্বাধীনতা দিবসের অতীব মহিমান্বিত বিষয় ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আর্কিটেকচার অ্যান্ড প্লানিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, বিজনেস অ্যান্ড সোস্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশহেদুল ইসলাম, পিঅ্যান্ডডির ডিরেক্টর প্রফেসর ড. ববি বড়ুয়া, বিভাগীয় প্রধান ও অফিস প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।