MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
Notification (Eid-e-Miladunnabi) | Notification - Distressed Students' Welfare Fund (DSWF)), Fall 2023 | Notice (academic activities of the university will resume on 15 September (Sunday) 2024) | Notification (Prof. Dr. Md. Ashraful Hoque, former Pro-VC (In-charge) of IUT has joined AUST as the VC) | TENDER INVITATION | Notification (KFR Library of AUST is open from 08:00 a.m. to 08:00 p.m. from August 25, 2024) | Expression of Interest (EOI) for Consultancy Service | Notification (Janmastami) | Notification (political organization, activities or practices are prohibited in the campus) | সাধারণ বার্তা | Notification (ঢাকা আহ্ছানিয়া মিশন) | শোক সংবাদ | MBA/EMBA Admission (Spring 2024 Semester) is Going on
What's new:

News


Date: 2023-02-21

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ সকালে ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর নেতৃত্বে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে বিভিন্ন বিভাগ, ফ্যাকাল্টি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করে। 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশহেদুল ইসলাম, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড.মো. সারওয়ার মোর্শেদ, পিঅ্যান্ডডির ডিরেক্টর প্রফেসর ড. ববি বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

 

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ।