MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New

News


Date: 2023-02-06

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেছেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা অত্যন্ত জরুরী এবং এ মানসিক স্বাস্থ্য সর্ম্পকে সচেতনতা বিশেষভাবে তরুণদের নিকট পৌঁছে দিতে হবে। বিভিন্ন আসক্তির প্রতিরোধ কল্পে জনসচেতনতা তৈরি করতে হবে। পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সর্ম্পকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

 আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. খালেদ হাসান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজস্টি এবং মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।