Date: 2022-10-02
বোয়িং ইন্ডিয়ার চিফ অব স্টাফ প্রাভিনা ইয়াগনামভাট (মাঝে), বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী (ছবির বামে) ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কাজী রফিকুল আলম (ছবির ডানে)।
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়িং ইন্ডিয়ার চিফ অব স্টাফ প্রাভিনা ইয়াগনামভাট। মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ইং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অফিসে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কাজী রফিকুল আলম।
এ সময়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বোয়িং ইন্ডিয়ার মাঝে ভবিষ্যৎ সহযোগিতা ও অভিজ্ঞতার আদান-প্রদানের লক্ষ্যে কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জনাব মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস.এম.এ.আল-মামুন, এমপিই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, স্কুল অব বিজনেসের প্রধান প্রফেসর ড. এস. এম. শফিউল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শফিউল আলম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তারেক আজিজ।