MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New
NOTICE REGARDING GOVT. SCHOLARSHIP AUST Debating Club Crowned Champion at JUDO National Debate Festival 2025 Graduate Notification: Master of Science in Mathematics, Fall 2024 Graduate Notification: Master of Architecture, Fall 2024 Graduate Notification: Master of Science in Electrical and Electronic Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Science in Mechanical Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Science in Industrial and Production Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Science in Textile Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Science in Electrical and Electronic Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Science in Computer Science and Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Science in Civil Engineering, Fall 2024 Graduate Notification: Bachelor of Business Administration, Fall 2024 Graduate Notification: Bachelor of Architecture, Fall 2024 শোক বার্তা Notification (ID Card) INVITATION OF TENDER FOR FOOLPROOF ATTENDANCE SYSTEM (TECHNICAL AND FINANCIAL) Tuition Award - FFTA & HFTA Notice for M.Sc. in EEE Seminar on “Earthquake Management” Held at AUST Notification regarding Distress Students' Welfare Fund (DSWF) Call for Research Proposal for AUST Student Research Grant (ASRG) - 2nd Round Graduate Notification: Master of Science in Mathematics, Fall 2024 Academic Calendar, Spring 2025 Semester (Department of Arts and Sciences) Offered Courses for Spring 2025 (M.S. in Mathematics) Class Routine, Spring 2025 (M. S. Program in Mathematics) Job Opportunity from Nadia Furniture Limited for IPE Graduates

News


Date: 2022-08-23

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর


মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ এর তৃতীয় আসর। এই উপলক্ষে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং প্রতিযোগিতার মশাল প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

সোমবার, ২২ আগস্ট ২০২২ ইং সকালে শোকাবহ আগস্ট স্মরণে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে দেশবরণ্য শিক্ষাবিদ ও বিভিন্ন প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিকেএসপি এর প্রতিনিধিগণ, পৃষ্ঠপোষক, সংশ্লিষ্ট ফেডারেশন ও পরিচালনাকারীদের উপস্থিতি ছিলেন।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় আসরে। এতে ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, দাবা ও ব্যাডমিন্টনে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।