MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice

12th CONVOCATION

What's New

News


Date: 2022-03-14

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত


বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী

 

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার, ১৪ মার্চ ২০২২ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

 

প্রধান অতিথি ব্রি. জে. (অব.) এম. আবুল হোসেন, পিএসপি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপাচার্য, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর-কে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন  বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ, রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসাইন, শিক্ষার্থীদের মধ্য থেকে ইইই বিভাগের খন্দকার মো. আশিকুর রহমান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের  ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি. জে. (অব.) এম. আবুল হোসেন, পিএসপি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপাচার্য, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর।

বক্তারা স্বাধীনতা দিবসের অতীব মহিমান্বিত বিষয় ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করেন। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান, বিভাগীয় প্রধান ও অফিস প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।