MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New

Farewell


Date: 2022-03-20

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টার-২০২১-এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


বক্তব্য রাখছেন প্রধান অতিথি মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম.এ. রাজ্জাক খান রাজ

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টার-২০২১-এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার, ২০ মার্চ ২০২২ বিশ্ববিদ্যালয়ের ড. এম. এইচ. খান অডিটরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম. এ. রাজ্জাক খান রাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও প্রধান অতিথি এম.এ. রাজ্জাক খান রাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

 এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. আমানউল্লাহ, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর জেসমিন আরা বেগম, প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস. এম. আল মামুন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আর্কিটেকচার বিভাগের রাফতা রুবায়াত খান, বিবিএ বিভাগের ফয়জুল কবির সামি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জহিরুল ইসলাম প্রান্ত, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আবরার রাফিদ নূর, ইইই বিভাগের কাজী আরহাম কবির, এমপি বিভাগের নুসরাত ইয়াসমিন স্বরর্ণা ও টেক্সটাইল বিভাগের মো. রাকিব মিয়া।

এ সময় বিভাগীয় প্রধানরা ও অফিস প্রধানরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান।