MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
NOTIFICATION (Revised) (Payment of Semester Fees and Re-admission, Fall-2023) | Research Assistant Positions in Mechanical and Production Engineering at AUST (AIRG/2023/MPE/05/03) | Call for Proposal for AUST Internal Research Grant (6th Round) | Ethical Values: Diversity, Honesty, Respect and Fairness | Notification (Shab-e-Quadar, Jumatul Vida, Eid-ul-Fitr and Bengali New Year's Day) | আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং ফল-২০২৩ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত | Notification (Bus Service) | Notification (classes of undergraduate programs) | Graduate Notification: Bachelor of Science in Textile Engineering, Fall 2022
What's new:

News


Date: 2021-12-14

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর সাইফুর রহমানকে IEEE-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংবর্ধনা


প্রফেসর ড. সাইফুর রহমান, দক্ষিণ এশিয়া হতে প্রায় একশত বছরের ইতিহাসে আইইই (IEEE)-এর প্রথম প্রেসিডেন্ট (নির্বাচিত) হওয়ায় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংবর্ধনার আয়োজন করে রোববার, ১২ ডিসেম্বর ২০২১ইং তারিখ। এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। 

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সেলিয়া শাহনাজ, এসএমআইইইই-এর প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান,  ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. শমসের আলী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ঢাকা আহছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি ড. এস. এম খলিলুর রহমান, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুয়েস্ট প্রফেসর ড. এম. কায়কোবাদ। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস. এম. এ. আল-মামুন, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রধান প্রফেসর ড. এ. কে. এম. বাকি, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান, বিভিন্ন বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা  এ সময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সকলে অসামান্য কৃতিত্বের জন্য প্রফেসর ড. সাইফুর রহমানের ভূয়সী প্রশাংশা করেন। তিনি দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এ মর্যদা অজন করায় তাকে অভিনন্দন জানানো হয়। তার এই সাফল্যে বাংলাদেশ গর্ব করে বলে বিভন্নি জনের বক্তব্যে উঠে আসে। প্রফেসর ড. সাইফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও নির্দেশনামূলক কথা বলেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।