MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice

12th CONVOCATION

What's New

News


Date: 2021-06-22

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা আহছানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরের মধ্যে এমওইউ স্বাক্ষরিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা আহছানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরের মধ্যে একটি সমোঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার, ২২ জুন ২০২১। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর উপস্থিতিতে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ও ঢাকা আহছানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরের পক্ষে প্রতিষ্ঠানের ডিরেক্টর জনাব ইকবাল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসাইন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ মামুন, মেডিকেল অফিসার ড. মো. খালেদ হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধান,   বিভাগীয় প্রধান ও ঢাকা আহছানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাউন্সিলিং বিষয়ে সেবা পেয়ে থাকবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক চিকিৎসায় সহায়তা করবে ঢাকা আহছানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টর।