MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
Job Advertisement for “SusLeather” Project | Notice - classes of 29 & 30 November 2023 will be taken online by the respective course teachers | Notice - classes will be held in the Campus on 28 November 2023 | আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত | Academic Calendar - Spring 2023 (MBA/EMBA) | 2024-25 Fulbright visiting scholar program announcement - প্রসঙ্গে | VACANCY ANNOUNCEMENT (Vice-Chancellor) | Job Opportunity: Research Assistant for AUST InternalResearch Project | Formation of AUST Ahsanullah (R.) Peace Club (AUSTARPC) | Huawei ICT Competition 2023-2024 Bangladesh | Office Order regarding Emergency Response Plan (ERP) | Office Circular
What's new:

News


Date: 2022-05-23

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল-২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে সোমবার, ২৩ মে ২০২২ বিশ্ববিদ্যালয়ের এম.এইচ. খান অডিটরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও প্রতিষ্ঠা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এইচ. খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ. এইচ. এম. মহিউদ্দিন, চিফ ইঞ্জিনিয়ার, ডিপিডিসি লিমিটেড, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, করোনার জন্য শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এখন তা কঠোরতর পরিশ্রমের মাধ্যমে পুষিয়ে নিতে হবে। 

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস.এম. এ. আল মামুন, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশেদুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসাইন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ানা আমেনা সুলতানা, মেডিকেল অফিসার ড. মো. খালেদ হাসান। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসিফা কামাল কেয়া, জান্নাতুল হাবিবা মৃদুলা, ফয়সাল আল আজিজ, মো. মাসুদুর রহমান, ফরাজি সারা, রাহাত মাসুম আদিব, নাফিজা আহমেদ ও রুবাইয়তা উদ্দিন বাপ্পী।

বিভাগীয় প্রধানরা, অফিস প্রধানরা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।