MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
9th Call for Migration/Admission from GL Quota, Spring 2023 Semester | 3rd Waiting List (SoB(BBA Program)) – Spring 2023 Semester | 2nd Waiting List of Remote and Underdeveloped Area (RA) Quota, Sob (BBA Program), Spring 2023 Semester | Notice for Course Advising & Class Start of MBA & EMBA Program Spring - 2023 | Extension of the submission deadline - Call for Proposal for AUST Internal Research Grant (5th Round) | 8th Call for Migration/Admission from GL Quota, Spring 2023 Semester | Schedule of Semester Carryover/Clearance/Improvement Examinations: Fall 2022 | Celebrating Collaboration: Inauguration and Welcome Reception of the International Textile Symposium | The CSTI Team of AUST visited to weaving museum Braunsdorf and INNOTEX printing factory in Saxony, Germany | The Chair for Sustainability and Textile Innovation team of AUST paid a visit to Engelbert Strauss CI Factory in Frankfurt, Germany | A Memorandum of Understanding (MoU) signed between AUST and GIZ | Distressed Students' Welfare Fund, Fall-22 Semester | Covid Related Application of Distressed Students' Welfare Fund, Fall-22 Semester | Notification regarding Eid-e-Miladunnabi | Department of Architecture Arranged Seminar on ‘Know Your Trees’ |
What's new:

Freshers Orientation


Date: 2021-06-19

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুর্ষ্ঠিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টার ২০২০ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১৯ জুন ২০২১ জুম অ্যাপসের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এইচ. খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর টেলিটক লি., বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসাইন, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. আমানউল্লাহ, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর জেসমিন আরা বেগম, প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস. এম. আল মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হামিদুর রহমান খান, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান এবং নবীন ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিবৃন্দ।

বিভাগীয় প্রধানরা, অফিস প্রধানরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও নবীন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী।